জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সায়হাম হামজা সিফাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে জামালপুর সদর থানায় হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে সিফাতকে জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, তার মা সায়মা হামজা সিমি জামালপুর শহর যুব মহিলা লীগের সভাপতি।
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সিমি গা-ঢাকা দিয়েছেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান , সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার কার্যক্রম শেষে আজই তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
পড়ুন: ইসরায়েলে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের
দেখুন: এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ vs শ্রীলঙ্কা, দেখবেন নাগরিক টিভির পর্দায়
ইম/


