16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

এবার বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ত্রিপুরা হোটেল মালিকদের

এবার বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠন।

আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশি অতিথিদের স্বাগত জানাব এবং তাদের আবাসন ও সেবা নিশ্চিত করব।’

এ বিষয়ে সংগঠনটি জানিয়েছে, জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, নিষেধাজ্ঞা আরোপের আগে ত্রিপুরার হোটেল ব্যবসায় বাংলাদেশিরা ছিলেন প্রধান ভোক্তা। তবে, সম্প্রতি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দেশটিতে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ত্রিপুরার হোটেল মালিকরা বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল।

এনএ/

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির পর নাটকীয়ভাবে প্রত্যাহার

দেখুন: খাগড়াছড়িতে চালু হচ্ছে ভারতীয় ইমিগ্রেশন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন