১৫/০১/২০২৬, ১৮:২৭ অপরাহ্ণ
21 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৮:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

মেহেরপুর শহরের ওয়াবদা সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বন বিভাগের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—গাংনী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান কল্লোল (৪৮) এবং মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে আকমল হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকমল হোসেন গাংনীর দিক থেকে মেহেরপুর শহরের দিকে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। অন্যদিকে ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান কল্লোল মেহেরপুর শহর থেকে তার কর্মস্থল গাংনির উদ্দেশ্যে রওনা দেন। বন বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার তীব্রতায় দুইজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসির শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আবার পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এনএ/

দেখুন: সিরাজগঞ্জে সড়কে মা – মেয়ে নিহত, মেহেরপুরেও ১ প্রাণহানি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন