নুরাল পাগলের কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় প্রশাসন ও প্রশাসনের বাইরে কেউ জড়িত থাকলে তাদের ছাড় নয় বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( অপারেশন) মো: সিদ্দিকুর রহমান।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরাল পাগলের বাসভবনের ধ্বংসস্তূপ পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সিদ্দিকুর রহমান এ কথা বলেন।
তিনি আরো বলেন, যিনি প্রকৃত অপরাধী তাকেই গ্রেফতার করা হবে, যার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য প্রমাণ বেরিয়ে আসবে, যার অপরাধ খুঁজে পাওয়া যাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে, তাতে যদি কেউ প্রশাসনে থাকে বা প্রশাসনের বাইরেও থাকে কাউকে ছাড় দেয়া হবেনা। তিনি বলেন সবকিছু আমরা করছি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, ভিডিও ফুটেজ সহ যে কোনো বিষয়ে গোয়েন্দা তৎপরতা রয়েছে। যেকোন ধরনের ইনফরমেশন বিশ্লেষণ করে আমরা যখন নিশ্চিত হবো যিনি প্রকৃত অপরাধী তাকেই আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, আশা করি জনগণকে সুবিচার দিতে পারবো। গণ গ্রেফতার বলতে যা বোঝায় ব্যাপারটা কিন্তু সেটা না, আইনকানুন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা একটা যাজষ্টিজ করবো। আমরা কিন্তু গণ প্রেফতার কিরিনি। আমাদের গ্রেফতার খুবই সীমিত। এ ধরনের ঘটনায় জনগণ ভাবতে পারে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হবে ব্যাপারটা আসলে সেটা না, যারাই অপরাধী তারাই আইনের আওতায় আসবে। তিনি আরও বলেন, একটি সমাবেশে শান্তিপূর্ণ হতে পারে, সমাবেশে অশান্তি হতে পারে, কিন্তু সবাই জড়িত থাকেনা। যারা আইনশৃঙ্খলা ভেঙেছে আমরা তাদের আওতায় আনবো। একটা সমাবেশে হাজার হাজার লোক থাকতে পারে, নাশকতা সবাই করে না। সবাইকে গ্রেফতার করা সবাইকে আইনের আওতায় আনা এটা আইন সম্মত না। এছাড়া আমরা সব কিছু নজরদারি করছি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ প্রশাসন রয়েছে, তদন্ত সাপেক্ষে সবকিছু বলা যাবে।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা।
পড়ুন: গাইবান্ধায় মহাসড়কের পাশে যুবকের লাশ উদ্ধার
দেখুন: ঘূর্ণিঝড় ‘মোখা’: বাংলাদেশ উপকূলে আ*ঘাত হা*নার শঙ্কা
ইম/


