ভিপি নূরের উপর লাঠিচার্জ ও নিপীড়নের প্রতিবাদে মুন্সীগঞ্জে শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা গনঅধিকার পরিষদের ব্যানারে ছনবাড়ী এলাকায় এ অবরোধ কর্মসূচিতে অংশ নেয় শতাধিক নেতাকর্মীরা।
এ সময় সাময়িক বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ সড়কটিতে যানচলাচল। পরে আইনশৃংখলা বাহিনীর উপস্থিতিতে নেতাকর্মীরা সড়ক ছেড়ে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।
এদিকে একই দাবিতে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ বের হয়, মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব ফটকে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
এসময় লাঠিচার্জ ও নিপীড়নের প্রতিবাদ জানিয়ে দ্রুত এঘটনার বিচারের দাবি তোলেন। একই বিগত আওয়ামীলীগ সরকারের সহযোগী অভিযোগ করে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানান বক্তরা।
মুন্সীগঞ্জে কর্মসূচিতে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের জেলা কমিটির সেক্রেটারি মনসুর আহমেদ, যুব অধিকারের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাজু, জুলাই মঞ্চের আহ্বায়ক, এনসিপির যুগ্ম সমন্বয়ক ফারজানা আক্তার।
পড়ুন : মুন্সীগঞ্জে ব্লকেড: পদ্মা সেতুতে দক্ষিণবঙ্গমুখী যান চলাচল বন্ধ


