31 C
Dhaka
বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_imgspot_img

নেতানিয়াহুকে ‘শয়তানের পুত্র’ বলে উল্লেখ করেছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে এখনও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বর্বর এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। যার ফলে এই আগ্রাসনের জেরে সারা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ।

এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করেছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। এছাড়াও, নেতানিয়াহুকে ‘শয়তানের পুত্র’ বলেও আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ওর্তেগা।

আজ বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, মানাগুয়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার তিন দিন পর নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করেছেন এবং তাকে ‘শয়তানের পুত্র’ বলে উল্লেখ করেছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়, ‘নিকারাগুয়া প্রজাতন্ত্রের সরকার ইসরায়েলের ফ্যাসিবাদী সরকারের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।’

প্রেসিডেন্ট ওর্তেগা বলেন, ‘আমি নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করেছি কারণ ইসরায়েলের এই প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে অভ্যাসগতভাবে সন্ত্রাসের নীতি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবং এটি হিটলার, হ্যাঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন হিটলার, তিনি জনগণকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন।’

প্রসঙ্গত, গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় চলা হামলায় এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার ৩০০ জন লোক নিহত হয়েছেন। এছাড়া ৯৮ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন