২৯/০১/২০২৬, ২০:৩৬ অপরাহ্ণ
24 C
Dhaka
২৯/০১/২০২৬, ২০:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় একই বাড়ি থেকে আবারও পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের নয়াপাড়া গ্রামে আবারও সাপের বাচ্চা উদ্ধারের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ওই গ্রামের মৃত রুম আলী শেখের ছেলে মো. সাখারুল মিয়া আখতারুল এর বাড়ি থেকে ১০টি ডিমসহ মোট ১১টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

এরআগে গত ১৬ ও ১৭ অক্টোবর তারিখে ওই বাড়ি থেকে আরও তিনটি সাপের বাচ্চা মেরে ফেলা হয়। এছাড়া দুই সপ্তাহ আগে একই বাড়ির আশপাশ থেকে স্থানীয়রা একটি বড় বিষধর পদ্মগোখরো সাপকে মারে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির স্বয়ংকক্ষে (শয়নকক্ষ) এখনো আরও সাপ থাকতে পারে। বাড়ির দুই বছরের শিশু সন্তানটি প্রথমে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করলে মা-বাবা ও দাদী ঘটনাস্থলে ছুটে গিয়ে বিছানার চাদরের নিচে সাপের বাচ্চাগুলো দেখতে পান।

ঘটনাটি এলাকায় মহাআতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি করেছে। স্থানীয়ভাবে সাপ ধরায় অভিজ্ঞ জীবন সরকার সাপুড়িয়া ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন। বর্তমানে বাড়িটি ঘিরে স্থানীয়রা সতর্ক অবস্থানে আছেন এবং সাপের ডিমগুলোও নিরাপদে সরিয়ে ফেলার কাজ চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় বিষাক্ত সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন