16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

নেত্রকোনায় হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

নেত্রকোনা দুর্গাপুরে কৃষক রফিকুল ইসলাম অরফে রহিত মিয়ার হত্যা মামলার রায়ে ৮ জনের যাবজ্জীবন দিয়েছে আদালত। এ সময় তাদের প্রত্যেককে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, দুর্গাপুর উপজেলার নন্দেরছটি গ্রামের ইসমাইল হোসেন, কাজল মিয়া, মজিবুর রহমান, আশ্রব আলী, ছামেদুল, শাজাহান আলী, নজরুল ও নুরুল আমিন। 

হত্যা মামলার বিবরণী

মামলার বিবরণী সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে  মেম্বার প্রার্থীর সমর্থন করা নিয়ে দ্বন্দ্বে পরাজিত প্রতিপক্ষ তোতা মেম্বারের সমর্থকদের সাথে বিরোধ দেখা দেয় । এরই জেরে ২০১২ সালের ২৫ জানুয়ারি জমিতে সেচ দিতে গেলে রফিককে হত্যা করার পর বস্তায় ভরে ফেলে রাখে। 

যাবজ্জীবন কারাদণ্ড

পরবর্তীতে বস্তাবন্দী অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২০১২সালের২৬ জানুয়ারি দুর্গাপুর থানায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহত রফিকুলের পিতা আঃ মোতালেব। 

দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিলের পর ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে একযুগ পরে এ মামলায় জড়িতদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন। 

এতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন আবুল হোসেন, ও আসামি পক্ষে আইনজীবী ছিলেন জাহিদুল ইসলাম সৈকত। 

নেত্রকোনা জেলা দায়রা জজ আদালত

দেখুন: নেত্রকোণায় দুর্বৃত্তের হাতে সাবেক ইউপি মেম্বার খুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন