২৯/০১/২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৯/০১/২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় জুলাই আন্দোলনের আহত ও শহীদ স্বজনরা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঐতিহাসিক গণভোটকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালান ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা।

জুলাই আন্দোলনে কলমাকান্দা উপজেলার অন্যতম সংগঠক জহিরুল ইসলাম মামুনের নেতৃত্বে এই প্রচার অভিযান পরিচালিত হয়।

একটি সুসজ্জিত প্রচার গাড়িতে করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকাগুলোতে মাইকিং করা হয় এবং সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।

প্রচারণাকালে বক্তারা বলেন, “পরিবর্তনের চাবি এখন জনগণের হাতে।” দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতে এবং সংস্কারের ধারা অব্যাহত রাখতে ভোটারদের কেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান তারা।

​”গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রকাশের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। শহীদদের রক্ত আর আমাদের ত্যাগের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করতে ‘হ্যাঁ’ ভোট দেওয়া সময়ের দাবি।” বলেন জহিরুল ইসলাম মামুন।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে কলমাকান্দার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বর্তমানে সাধারণ ভোটারদের সচেতন করতে নিরবচ্ছিন্ন মতবিনিময় ও প্রচারণা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় ১০ হাজার পিসের বেশি ইয়াবাসহ রংপুরের যুবক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন