১৪/০১/২০২৬, ১৫:০৭ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৫:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় ২১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে দুই হাজার একশো পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মাদক কারবারিদের কাছ থেকে মাদক ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ ৭৮ হাজার টাকাও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে লেংগুরা উত্তরপাড়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. মোক্তার হোসেন (৩৬) এবং আরেকজন একই এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে মো. জাবেদ পারভেজ ওরফে আলম (৪২)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মো. কাওসারুল হাসান রনি’র নেতৃত্বে কলমাকান্দার লেংগুরা উত্তরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এবং তাদেরকে আটক করতে সক্ষম হন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কলমাকান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

একই দিন রাত ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পড়ুন- মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

দেখুন- শেখ হাসিনা ও কামালের মৃ/ত্যু/দ/ণ্ড চেয়ে আপিল 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন