দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শাখা ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের শতাধিক কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি শাহানুর কবির খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আজহার আহম্মদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছি, কিন্তু সরকার এখনো ৯ম পে-স্কেল কার্যকর করেনি। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ কর্মচারীদের জীবনযাত্রা এখন দুর্বিষহ হয়ে উঠেছে।”
দাবি আদায়ে বক্তারা আলটিমেটাম দিয়ে আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এমনকি দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকা এবং প্রয়োজনে ‘কমপ্লিট শাটডাউন’ পালনের ঘোষণা দেন তারা।
পড়ুন: টাঙ্গাইলে ৮টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬০
দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর |
ইম/


