১৪/০১/২০২৬, ১৪:১৫ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৪:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোবিপ্রবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৩ ডিসেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। 
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান ও নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

বিজ্ঞাপন

দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে বেগম খালেদা জিয়ার উল্লেখযোগ্য অবদান রয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের আপামর গণমানুষের ঐক্যের প্রতীক তিনি। আমি দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আল্লাহর নিকট বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে একজন আপোষহীন  নেত্রী বেগম খালেদা জিয়া। আমি দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এবং তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের পথ সুগম হউক। আমি তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. হারুনুর রশীদ আজাদ, জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুর রহমান, নোবিপ্রবি রিসার্চ সেল পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নোবিপ্রবি সংলগ্ন বাংলাবাজার দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানায়  খতমে কুরআন ও দোয়া মাহফিলে অংশ নেন অতিথিবৃন্দ। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় দুই শতাধিক এতিম শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

পড়ুন- র‍্যাবের অভিযানে হবিগঞ্জের স্কুলছাত্রী উদ্ধার: সুনামগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

দেখুন- জোট গড়ছে ইরান, তুরস্ক, সৌদি আরব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন