নোয়াখালীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করতে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলার বেগমগঞ্জের কেন্দুরবাগে ব্র্যাক আঞ্চলিক অফিসে জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে এই অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেসি ডায়লগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ সরওয়ার উদ্দীন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে ও ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আতিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক কামরুন নাহার। অ্যাডভোকেসি ডায়লগের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান।
এডভোকেসি ডায়লগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় পর্যায়ে রেফারেল ম্যাকানিজম ও সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বয়কের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করার উপর সকল আলোচক আলোচনা করেন এবং প্রত্যেকেই তাদের অবস্থান থেকে করণীয় নির্ধারণ করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা সমাজে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্যোগ এবং অভিজ্ঞতা বিনিময় করেন ও সহিংসতা বন্ধে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এডভোকেসি ডায়লগে অন্যান্যের মধ্যে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক, জেলা ব্যবস্থাপক, এলাকা ব্যবস্থাপকগন উপস্থিত ছিলেন।
পড়ুন : নোয়াখালীতে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন চ্যাপ্টারের উদ্বোধন


