নোয়াখালী সদর উপজেলার করমূল্যা বাজার পানা মিয়া ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ আল মারুফের চতুর্থ রচিত বই ‘মহান রবের প্রথম ডাক’ এর মোড়ক উন্মোচন ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার করমূল্যা বাজার পানা মিয়া ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদে এই বইয়ের মোড়ক উম্মোচন ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়।
মুফতি আব্দুল্লাহ আল মারুফ বলেন, আগেও তিনি তিনটি ধর্মীয় বই লিখেছেন। ‘মহান রবের প্রথম ডাক” এই বইটি তাঁর রচিত চতুর্থ বই। এই বইটির মাধ্যমে দ্বীনি জ্ঞানচর্চায় নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদী তিনি।
মোড়ক উম্মোচন ও ইসলাহী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের ইসলামপুর গাছতলা পীর সাহেব মাওলানা খাজা ওলি উল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলার কামাল পাশা জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন তাহেরী।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে দেশবরেণ্য লেখক, গবেষক, বিশিষ্ট ওলামায়ে কেরাম, সমাজসেবক ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: শহীদ ওসমান হাদি: এক বিপ্লবীর অসমাপ্ত গল্প
আর/


