নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তীব্র শীতে বিপর্যস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় সাংবাদিক দৈনিক কালবেলার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি ও সুবর্ণচর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার দিদারুল আলমের উদ্যোগে এবং সুবর্ণচর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়িত হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে বৃদ্ধ, নারী ও শিশুরা স্বস্তি প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষজন এ সহায়তা পেয়ে কিছুটা হলেও স্বাভাবিক জীবনযাপনের আশ্বাস পান।
সাংবাদিক খন্দকার দিদারুল আলম বলেন, শীতের এই সময় অসহায় মানুষদের কষ্ট দেখে চুপ করে থাকতে পারিনি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং নিয়মিতভাবে এ ধরনের মানবিক আয়োজন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এ সময় সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী বলেন, শীতের তীব্রতায় সমাজের নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। সমাজের সামর্থ্যবানদের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও প্রেসক্লাবের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র গ্রহণকারী একাধিক উপকারভোগী জানান, কনকনে শীতে তারা খুব কষ্টে দিন কাটাচ্ছিলেন। এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়মিত এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
পড়ুন : নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৫


