১৫/০১/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে সাংবাদিকদের পেশাগত সম্প্রীতি বৃদ্ধির প্রত্যয়ে মিলনমেলা

নোয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের পেশাগত সম্প্রীতি বৃদ্ধির প্রত্যয়ে আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে এই মিলনমেলার আয়োজন করে নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (NTJA)।

মিলনমেলায় নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও সদস্য সচিব নাসিম শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, দৈনিক সংগ্রামের নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, ইউএনবি’র নোয়াখালী প্রতিনিধি মেজবাউল হক মিঠু, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিশাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, যমুনা টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহতাসিম বিল্লাহ সবুজ, বিটিভির সাবেক নোয়াখালী প্রতিনিধি আসাদুজ্জামান কাজল, নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুর রহিম বাবুল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোহেল, সদস্য আকবর হোসেন সোহাগ, দৈনিক সমকালের নোয়াখালী প্রতিনিধি আনোয়ারুল হায়দার, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, কালবেলার ব্যুরো প্রধান অহিদুর রহমান মুকুল, সাংবাদিক এমবি আলম, এম সালাহ উদ্দিন, দৈনিক জনকণ্ঠের নোয়াখালী প্রতিনিধি শাহাদাত বাবু প্রমূখ।

মিলনমেলায় জেলায় কর্মরত সাংবাদিকরা একত্রিত হয়ে সৌহার্দ্য, পেশাগত সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন। মিলনমেলায় সাংবাদিকদের উপস্থিতিতে ছিল প্রাণবন্ত আলাপচারিতা, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান।

নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, জেলার কর্মরত টিভি সাংবাদিকদের বন্ধন আরও দৃঢ় করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের অংশ হিসেবেই জেলার সকল সাংবাদিকদের নিয়ে এই মিলনমেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এমন আয়োজন একদিকে যেমন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে, তেমনি গণমাধ্যমের সার্বিক মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে নিয়োগ পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন