নোয়াখালী-০৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামকে এস.আলমের দোসর আখ্যা দিয়ে তাঁর দলীয় মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় বিএনপির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদকে চুড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
শনিবার বিকালে নোয়াখালী-০৫ আসনের কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের কোম্পানির হাটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে কবিরহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নুর উদ্দিন, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান হারুন, কবিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্ল্যা মোহন’সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, বিদেশের মাটিতে বসে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এস.আলম গ্রুপ শেখ হাসিনার সঙ্গে মিটিং করে অর্থ সহায়তার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। নোয়াখালী-০৫ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি এস.আলমের দোসর হিসেবে আলোচিত একজন ব্যক্তি, ব্যবসায়িক ক্রাইম পার্টনার, পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর এজেন্ট। তিনি ধানের শীষ নিয়ে ভোট করলে এখানে দল বিতর্কিত হবে। তাই ফখরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার করে কেন্দ্রীয় বিএনপির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদকে চুড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা।
বিক্ষোভে ঘোষবাগ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শত শত দলীয় নেতাকর্মী অংশ নেয়।
পড়ুন- মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের বাড়িতে দূর্বৃত্তের আগুন


