16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

সুনামগঞ্জে ন্যাশনাল ব্যাংকে টাকা নেই, ক্ষুব্ধ গ্রাহকেরা

সুনামগঞ্জ ন্যাশনাল ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। গেল কয়েকদিন ধরে ব্যাংক থেকে খালি হাতে যাচ্ছেন তারা। বিক্ষুব্ধ গ্রাহকদের তোপের মুখে পড়ছেন কর্মকর্তা-কর্মচারীদের। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তারল্য সংকটে ধুঁকছে সুনামগঞ্জের ন্যাশনাল ব্যাংক শাখা। গ্রাহকদের চাপের মুখে কয়েকদিন ধরে অফিসে আসছেন না ব্যাংক ইনচার্জ। গ্রাহকেরা টাকা তুলতে এসে খালি হাতে ফিরছেন।

ন্যাশনাল ব্যাংকে টাকা নেই, ক্ষুব্ধ গ্রাহকেরা

কেউ রোগীর জন্য খরচের টাকা তুলতে পারছেন না। কেউ-বা ছেলে- মেয়ের টিউশন ফি, বাড়ী ভাড়া বা দৈনন্দিন খরচের টাকা তুলতে ভিড় করেছেন। প্রবাস থেকে পাঠানো স্বজনের টাকা তোলা যাচ্ছে না।

দিনভর অপেক্ষা করে টাকা না পেয়ে বিক্ষুব্ধ গ্রাহকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের।

তবে ব্যাংকের ক্যাশ অফিসার জহুরুল ইসলাম জানালেন, ব্যাংক সাময়িক সংকটে পড়েছে। গ্রাহকরা ফিক্সট ডিপোজিট ভাঙানোর কারণে সংকট আরও বেড়েছে।

সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংক দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এমনটি প্রত্যাশা গ্রাহকদের।

টিএ/

পড়ুন: ন্যাশনাল ব্যাংক নতুন করে দখল হয়নি: দাবি পর্ষদের

দেখুন: পঞ্চগড়ে বন্ধ চিনি কল চালুর আশ্বাস শিল্প উপদেষ্টার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন