পঞ্চগড়ে আলোচিত বৃদ্ধ পাহারাদার রফিকুল ইসলাম ডুবু হত্যার আসামী আরমান ইসলাম আমজাদ (২৬) কে আটক করেছে পুলিশ।সোমবার বিকালে সদর উপজেলার হাড়িভাসা জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আসামী আরমান ইসলাম আমজাদ সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধান পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক তত্তাবধানে জেলা পুলিশের একটি চৌকসদল,মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার রাত ১১ টায় আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন,পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী।
প্রসঙ্গত, গত ৫ আগষ্ট সদর উপজেলার টুনিরহাট বাজারে খড়ির গুদাম ঘরের পাহারাদার রফিকুল ইসলাম ডুবু নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করে।এ ঘটনায় তার ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে, সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পড়ুন: পঞ্চগড়ে বিএনপির নেতাকর্মীদের নিয়ে সদস্য সংগ্রহ শুরু করলেন নওশাদ জমির
এস/


