১৪/০১/২০২৬, ২৩:২৩ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২৩:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পঞ্চগড়ে প্রবল বৃষ্টিতে ধসে গেছে সুইচগেটের সংযোগ সড়ক

পঞ্চগড়ে বৃষ্টি পানির তীব্র স্রোতে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা কুচিয়ামোড় এলাকায় সুইচগেটের সংযোগ সড়ক ধসে পড়েছে।এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।সেতুটির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে জানানোর পর,কোনমতে শুধু সংস্কার করেছিল। ভালভাবে সংযোগ সড়কটি সংস্কার করলে হয়ত এমন অবস্থা দেখতে হয়না।

মঙ্গলবার (১২ আগষ্ট) দিনগত রাতে তীব্র বৃষ্টির পানির স্রোতে ওই স্থানের পুরো মাটি পানিতে ধুয়ে যায়। এতে করে বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল। যে কারণে সেতুর দুই পাড় ও আশপাশের এলাকার কয়েক হাজার বাসিন্দাদের তালমা বাজারের সঙ্গে দৈনন্দিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে দুঃখ প্রকাশ করেন ওই বাসিন্দা।

এলজিইডি অফিস সূত্রে জানা গেছে,স্থানীয় কৃষকের সেচ সুবিধার্থে ২০০৪ সালে কুচিয়ামোড় এলাকায় একটি খালের উপর নির্মাণ করা হয় সুইচগেটটি।ইউনিয়নের অন্তত কয়েক হাজার কৃষকের কৃষিকাজে পানির চাহিদা এবং অতিবৃষ্টি এবং বন্যার বানের পানি প্রবাহিত হয়ে করতোয়া নদীতে নেমে যাওয়ার খাল এটি।

স্থানীয়রা জানান,ভারি বৃষ্টিতে এলাকাটি পানিতে প্লাবিত হয়।জমে থাকা ওই পানি খাল দিয়ে নদীতে যেতে প্রবল স্রোতের সৃষ্টি হয়।এতে সেতুটির সঙ্গে সংযুক্ত থাকা সড়কের দুইপাশ থেকে মাটি সরে যায়।

স্থানীয় বাসিন্দা হোসেন আলী বলেন,সড়ক থেকে সেতুতে প্রবেশদ্বারের মাটি ধসে পড়ায় ওই এলাকার সাধারণ মানুষ,শিক্ষার্থীসহ সব ধরনের লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। ধসে যাওয়া অংশটি দ্রুত মেরামতের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় সদরের উপজেলা প্রকৌশলী মো: রমজান আলী জানান,স্যারসহ আমরা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো:জাকির হোসেন বলেন,এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ আমরা সরজমিন পরিদর্শন করেছি। সুইচগেটটি সংস্কার করা যাবেনা। নতুনভাবে করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পানির স্রোত কমে গেলে অস্থায়ীভাবে চলাচলের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে পতাকা বৈঠকে ২২ বাংলাদেশি নাগরিক হস্তান্তর

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন