দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ভোর থেকে সকাল পর্যন্ত শীতের দাপট তীব্র আকার ধারণ করেছে।
সোমবার (২৪ নভেম্বর) জেলায় তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ভোরের কনকনে ঠান্ডায় রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যায়। সূর্য ওঠার পর তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের স্পর্শ সকালজুড়েই অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করছে। রোববার (২৩ নভেম্বর) রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি, শনিবার ১৪ দশমিক ৭, শুক্রবার ১৪ দশমিক ৯, বৃহস্পতিবার ১৩ দশমিক ৯, বুধবার ১৪ দশমিক ৩, মঙ্গলবার ১৪ দশমিক ৬ এবং সোমবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শীত জেঁকে বসায় জনস্বাস্থ্যে প্রভাব পড়তে শুরু করেছে। হাসপাতালে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। সদর হাসপাতালে শিশুকে নিয়ে আসা পূর্ণিমা আক্তার বলেন, দিনের গরম আর রাতের শীতের হেরফেরে ছোট শিশুরা দ্রুত অসুস্থ হয়ে পড়ছে, তাই তাকে হাসপাতালে ছুটতে হয়েছে।
পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত
আর/


