১৪/০১/২০২৬, ২১:৫৫ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২১:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পঞ্চগড়ে কালভার্ট বন্ধ করে দোকান নির্মাণ, পানিবন্ধি ৬৩ পরিবার

পঞ্চগড়ে কালভার্ট বন্ধ করে দোকান নির্মাণ, পানিবন্ধি হয়েছে ৬৩টি পরিবার।
কালভার্ট বন্ধ করে দোকান নির্মাণ করায় পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে অর্ধশত পরিবারের ঘরবাড়ি জলাবদ্ধতা তৈরি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বৈরাগি পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দারা এ দুর্ভোগের শিকার হন। প্রশাসনের কাছে তাদের দাবি পানি যাওয়ার পথকে প্রতিবন্ধকতা মুক্ত করার।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়,রাস্তার কালভার্ট বন্ধ করে দোকান ঘর নির্মাণ করায় পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।এতে বাজারের পানি গিয়ে জমাট হয় বৈরাগিপাড়া গ্রামের বাসিন্দাদের বাড়ির আঙিনা ও রাস্তায়।

স্থানীয়দের অভিযোগ, ফ্যাস্টিস সরকারের তৎকালিন প্রভাবশালী চেয়ারম্যান আব্দুল মোমিনের ভাই আব্দুল জলিল ক্ষমতার অপব্যবহার করে টুনিরহাট-কালিয়াগঞ্জ রাস্তার মসজিদের সামনে কালভার্টটি বন্ধ করে দোকানঘর নির্মাণ করে। সরকারি রাস্তায় কালভাটটির অস্তিত্ব মুছে দিয়েছে। এতে বাজারের বৃষ্টির পানি যাওয়ার ড্রেনের সংযোগটি বন্ধ হয়ে যায়।বিষয়টি এর আগে কয়েকবার প্রশাসনকে লিখিত অবহিত করেছি কিন্তু কোন কাজ হয়নি।

ভুক্তভোগী সুজন রায়,নিপেন চন্দ্র,স্বপন,সুজন ও সাইদুর রহমান জানান,আগে কালভার্ট ও পানি যাওয়ার পথ ছিল কিন্তু দোকান নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে।এখন কাঁদাপানি পার হয়ে চলাচল করতে হয় প্রতিদিন। স্থানীয়দের চলাচলের রাস্তা ও বাড়ির আঙিনায় পানি জমাট হয়ে আছে।প্রশাসনের কাছে কালভাটে পানি চলাচল প্রতিবন্ধকতা মুক্ত করার জোর দাবী জনিয়েছেন তারা।

অভিযুক্ত আব্দুল জলিল বলেন, ক্রয়কৃত জমিতে দোকান ঘর নির্মাণ করেছি।আমার জমি দিয়ে পানি যাওয়ার রাস্তা দিবনা।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন সংশ্লিষ্ট চেয়ারম্যানকে বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পড়ুন: কুমিল্লায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

দেখুন: সুনামগঞ্জের শিশু মাঝির গলায় গান | সোলেমান হাজারী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন