১৪/০১/২০২৬, ১৩:৩২ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৩:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পঞ্চগড়ে রায় হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট পণ্য জব্দ, জরিমানা

পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে ভেজাল ফুড সাপ্লিমেন্ট পণ্য বিক্রির অভিযোগে সত্যেন্দ্রনাথ রায় নামে এক হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে তার গুদামে থাকা বিপুলসংখ্যক ভারতীয় ফুড সাপ্লিমেন্ট পণ্য জব্দ করা হয়।

বিজ্ঞাপন


বৃহস্পতিবার বিকেলে শহরের বানিয়াপট্টি এলাকায় রায় হোমিও হল এবং অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনালের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা। এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাসুদ হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র বর্মন।


অভিযান সূত্রে জানা যায়, অপুলেন্ট ই-কমার্সের প্রায় ১৩টি ফুড সাপ্লিমেন্ট পণ্য ওষুধ হিসেবে বিক্রি করা হচ্ছিলো, যার অধিকাংশরই বৈধ কাগজপত্র নেই। পণ্যের গায়ে ছিল না মূল্য উল্লেখও। এছাড়া মসলা জাতীয় পণ্য হলুদের গুড়ায় চক পাউডারের উপস্থিতি পাওয়া যায়। আরো বেশ কিছু ত্রুটির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী আইন প্রয়োগ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সত্যেন্দ্রনাথ রায় দীর্ঘদিন ধরে ‘অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল’ নামের একটি ভারতীয় প্রতিষ্ঠানের ফুড সাপ্লিমেন্ট পণ্যকে ঔষধ হিসেবে বিক্রি করে প্রতারণা করছেন। তার রয়েছে একটি বড় চক্র। ফুড সাপ্লিমেন্ট পণ্যটিকে ঔষধ হিসেবে ব্যাপক প্রচার করছে চক্রটি। সব সমস্যার কার্যকরি ওষুধ হিসেবে এসব অবৈধ পণ্য অনেক বেশি দামে বিক্রি করে তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা বলেন, এসব পণ্য ওষুধ হিসেবে প্রাচারের সুযোগ নেই। আমরা পণ্যগুলোর বৈধতার পর্যাপ্ত প্রমাণাদি তাৎক্ষণিক পাইনি। কর্তৃপক্ষকে সময় দেয়া হয়েছে, প্রমাণাদি খুব দ্রুত উপস্থাপনের জন্য। সে পর্যন্ত তাদের ব্যবসা বন্ধ থাকবে।
তিনি বলেন, জব্দ পণ্যগুলো সিভিল সার্জনের প্রতিনিধির হেফাজতে দেয়া হয়েছে। কিছু পণ্যের মান যাচাইয়ের জন্য স্যাম্পল নেয়া হয়েছে, এগুলো ল্যাবে পাঠানো হবে।

পড়ুন- নোয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

দেখুন- মামলায় আটকে আছে ব্যাংকিং খাতের ৪ লাখ কোটি টাকা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন