23.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

পঞ্চগড়ে কেটেছে শৈত্যপ্রবাহ, তবে কমে নি শীতের দাপট

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ কেটেছে, তবে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে জেঁকে বসেছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছে এ জেলার মানুষ। দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের।

আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন ধরে ১০ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ড হলেও ঘন কুয়াশা ও বরফ শিশিরে বাড়িয়েছে শীতের তীব্রতা।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রান্তিক এ জেলা। বৃষ্টির মতো ঝরছে বরফ শিশির। শহর ও গ্রামের সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তীব্র শীতের কারণে দুর্ভোগে পড়েছেন ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষেরা।

প্রয়োজনের বাইরে অনেকে বের না হলেও জীবিকার তাগিদে ছোট যানবাহনগুলোকে শীতে ঝুঁকি নিয়ে কাজে যেতে দেখা গেছে।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, দুই দিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে অবস্থান করছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এনএ/

দেখুন: পঞ্চগড়ে যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন