পঞ্চগড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে জেলা শহরে চিনিকল মাঠে এ জনসভা আয়োজন করা হয়।
জনসভায় সভাপতিত্ব করবেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ ইকবাল হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এছাড়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক মোঃ সারজিস আলম জনসভায় বক্তব্য প্রদান করবেন। সভায় ১০ দলীয় জোটের পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ সফিউল আলম (সফিউল্লাহ সুফি) উপস্থিত থেকে নির্বাচনী বক্তব্য দেবেন এবং ভোটারদের কাছে সমর্থন কামনা করবেন।
জনসভায় ১০ দলীয় জোটের প্রধান ও জামায়াতে ইসলামীর আমীরের দিকনির্দেশনা মূলক বক্তব্য শুনার জন্য নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইতিমধ্যে চিনিকল মাঠে মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন।
পড়ুন- নির্বাচনী দায়িত্বে ‘মৃত’ দুই শিক্ষক, চিঠি পেয়ে বিব্রত শিক্ষা প্রতিষ্ঠান
দেখুন- বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ


