১৫/০১/২০২৬, ৪:২৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৪:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবকের মৃত্যু

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার দিবাগত গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার বিজিবির ঘাগড়া ক্যাম্প সীমান্তে আশাধরা নামক এলাকায় ৭৫১ নং পিলারের ৩ নং সাব পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাজু (৩০)। হাড়িভাষা ইউনিয়নের ঝুলিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

আজ রবিবার (১৫ জুন) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্টে সময় লাশের দুই পায়ে গুলির চিন্হ দেখা যায়। সুরতহাল শেষে ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশ। প্রশাসনের কেউ মৃত্যুর দায় নিচ্ছেনা, গভীর রাতে রাজু ভারতের সীমান্তে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় বাসায় আসলে রাজুকে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরনেই মৃত্যু হয়। সকাল থেকেই রাজুর বাড়িতে স্থানীয় জনতার ভীড় লেগে যায়।

স্থানীয়রা জানান, ঘাগড়া ঝুলিপাড়া এবং সাধু পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এখানে তারকাটার বেড়া না থাকা এব্ং বিজিবির দূর্বলতাকে মৃত্যুর কারন হিসেবে উল্লেখ করেন তারা।

হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইয়েদ নুর ই আলম জানান, খবর পেয়ে রাজুর বাসায় এসে দেখি তার দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছে। পরে বিজিবিকে খবর দেওয়া হলে বিজিবি দায় এড়ানোর চেস্টা করেছেন। তবে বিএসএফর গুলির কারনেই অতিরিক্ত রক্তক্ষরন হয়ে রাজুর মৃত্যু হয়েছে ।

মোঃ শইমী ইমতিয়াজ অতিঃ পুলিশ সুপার, সদর সার্কেল জানান, আমাদের প্রাথমিক রিপোর্টে লাশের পায়ে গুলির চিন্হ আছে। বাকিটা পোস্টমর্টাম রিপোর্টে বুঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।

এনএ/

দেখুন: পঞ্চগড়ে নিরব চা বিপ্লব: কর্মসংস্থান বেড়েছে, কমেছে অপরাধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন