আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে পটুয়াখালীতে উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদরাসা মিলনায়তনে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাওলানা সাব্বির আহমেদের সঞ্চালনায় ও মাওলানা আব্দুল হক কাওসারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান, মুফতি আবুল হাসান, নেয়ামুতল্লাহ ও আহমেদ হোসাইন সহ অন্যান্যরা।
এসময় বিভিন্ন জেলা ও উপজেলার খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ সহ জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, কাদিয়ানীরা নিজেদের নবী বলে দাবি করে, যা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। তাই সরকারের প্রতি কাদিয়ানীদের অমুসলিম দাবীর আহবান জানিয়ে আগামী ১৫ নভেম্বর সরওয়ার্দি উদ্যানে মহাসমাবেশ সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানান সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের নেতৃবৃন্দ। কাদিয়ানিদের অমুসলিম ঘোষনা না করা হলে অন্যথায় রাজপথে রক্ত দিয়ে শেষ নবী হযরত মোহাম্মদ (স:) এর সম্নান রক্ষা কররা কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা।
পড়ুন : কলাপাড়ায় আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান


