31.9 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

পটুয়াখালীতে এক হত্যা মামলা‌য় ২৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পটুয়াখালীর বাউফলে নির্বাচন নিয়ে রাজনৈতিক সহিংসতায় সংঘটিত এক হত্যার ঘটনায় করা মামলায় ২৩ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা প্রদান করেছে আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনামুল করিম এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—হাফিজুর রহমান (২৭), তোফায়েল সরদার (৩৯), শামীম সরদার (৩৫), এলমাছ সরদার (৩৪), সোহরাব সরদার (৪৭), নাঈম মল্লিক (৫৭), আব্দুর রাজ্জাক সরদার (৪২), মুসা সরদার (৩২), সামসু সরদার (৩৪), মাওলা সরদার (৩৯), ইউসুফ সরদার (৩৭), ফরিদ আহম্মেদ (৬১), জসিম সরদার (৪১), বাবলু (৪৫), ডালিম তালুকদার (৩১), ফিরোজ সিকদার (৪৩), হাসান গাজী (৩২), সেকান্দার সরদার (৫৭), জামাল (৩৫), শামীম হাওলাদার (২৮), জহিরুল ইসলাম বাবুল (৫২), মন্টু সরদার (৩৫) এবং দুলাল সরদার ওরফে ভয় (৪৫)। সাজাপ্রাপ্তরা সকলেই বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ মার্চ কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট সাইদুর রহমান সোহেল মল্লিকের বাড়িতে সংঘবদ্ধভাবে হামলা চালান আসামিরা। এই হামলায় সোহেলের বাবা আব্দুল ওহাব মল্লিক গুরুতর আহত হন। পরদিন ২১ মার্চ তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের ছেলে সাইদুর রহমান সোহেল মল্লিক ওই ঘটনায় বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ সাত বছরের বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়।

পটুয়াখালী আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. ফরিদ হোসেন বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, অপরাধ করে রেহাই পাওয়ার সুযোগ নাই। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে সবসময় দায়িত্বশীলতার সাথে কাজ করি।

পড়ুন : পটুয়াখালীতে ভ্রাম্যমান আদালতের সদস্যদের উপর হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন