পটুয়াখালীতে নিত্য পন্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় শহরের পৌর নিউমার্কেট এলাকায় কাঁচা বাজার, মাছ , মাংস ও ফলের বাজার এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, বাজার মনিটরিং কমিটির সভাপতি এডিএম মোহাম্মদ তারেক হাওলাদার, ভোক্তা অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ সোয়াইব হোসাইন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আতিকুর রহমান, মৎস্যবীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক শাহনাজ পারভীন সহ সদর থানা পুলিশের একটি টিম।
এসময় বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছে কাঁচামাল বিক্রির অপরাধে ৪টি আরতকে দশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।