“পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে ৬–১১ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা সপ্তাহ পালন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলম। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খলেদুর রহমান মিয়া, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম শাহাজাদা, জেলা শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জান, পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাড. মোঃ জাকির হোসেন সহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন উপজেলার কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিরা।
সভায় পরিবার পরিকল্পনা সেবা জোরদার, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব এবং পরিবার কল্যাণ কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার শুধু ব্যক্তিগত উন্নয়নই নয়, জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া পরিবার পরিকল্পনা কার্যালয় সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।
পড়ুন : পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় ও আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস পালিত


