পটুয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ বিপিএম সেবা-এর সাথে জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) অপু সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ সাজেদুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাড. মোঃ জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক কাজী শামসুর রহমান ইকবাল, এনটিভির সিনিয়র সাংবাদিক অ্যাড. কাজল বরন দাস, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ জেলা শহরে কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ বলেন, সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। সামনে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে— আমরা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। পটুয়াখালী জেলার সকল ধরনের অপরাধ ও সমস্যা সমাধানে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করব।
পড়ুন- আমদানি বন্ধ দেশীয় চিনিই আগে বিক্রি হবে: শিল্প উপদেষ্টা


