বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যগুলো ভোক্তাদের কাছে দ্রুত পণ্য পৌঁছে দেয়ার জন্য রেলওয়েকে ব্যবহার করা হবে।
তিনি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বিষয়ক সভা শেষে এসব কথা বলেন।
তিনি বলেন, এ ব্যাপারে রেলওয়ের সাথে কথা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এছাড়াও বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছন, প্রধানমন্ত্রীর ভারত সফর শতভাগ সফল হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও বেড়েছে।