লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি।
‘ইএসপিএন’ এক খবরে জানিয়েছে, বার্সেলোনা ও মেক্সিকোর সাবেক কোচ আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন।
মায়ামিতে কোচ হিসেবে মার্টিনো যোগ দিয়েছিলেন ২০২৩ সালের জুনে। দেড় বছরে তার অধীনে ২০২৩ লিগ কাপের শিরোপা জেতে তারা। এরপর ২০২৪ সাপোর্টার্স শিল্ডও ঘরে তুলেছিল মায়ামি। এমনকি লিগের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়েছিল তারা।
যদিও শেষটা ভাল হয়নি মার্টিনোর। মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় ইন্টার মায়ামি। এরপরই মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জেরার্ডো মার্টিনো।
মার্তিনো বিদায় নেওয়ায় এখন নতুন কোচের সন্ধানে নামবে মায়ামি। নতুন কোচকে সামনে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলাও করতে হবে। কারণ ৩৪ ম্যাচের এমএলএস তো আছেই, প্রথমবারের মতো তারা অংশ নেবে ক্লাব বিশ্বকাপেও।
টিএ/