রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি বিক্রি হয়েছে অর্ধলক্ষ টাকা।
শনিবার ভোরের দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে জামাল প্রামানিকের জালে মাছটি ধরা পড়ে।
জেলে জামাল প্রামানিক জানান, ভোরে সে সহ কয়েকজন জেলে পদ্মা নদীতে মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলে মাছের দেখা না পেলেও পরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেললে জালে একটা জোরে ঝাঁকুনি দেয়, তখন বুঝতে পারি জালে বড় কোন মাছ ধরা পড়েছে। পরে জাল তুলতেই দেখি বিশাল একটি কাতল মাছ। এরপর দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে ওজন দিয়ে দেখা যায় মাছটি ২৮ কেজি ওজন হয়েছে।

এ বিষয়ে দৌলতদিয়া চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে জেলে জামাল প্রামানিক মাছটি দৌলতদিয়া ঘাটের বিসমিল্লাহ মাছের আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৮ শত টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪শ টাকায় মাছটি কিনে নিয়েছি। মাছটি ফেরি ঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। মাছটির কেজি প্রতি ৫০ টাকা কিংবা ১০০ টাকা দাম বেশি রেখে মাছটি বিক্রি করা হবে।
পড়ুন: নিষেধাজ্ঞা শেষে ফের পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু
দেখুন: পদ্মা সেতুর আয় যমুনা সেতুকে ছাড়িয়ে গেলো |
এস


