১৪/০১/২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পদ্মা সেতু রক্ষা বাঁধে ফের ধস, নদীগর্ভে ১৭টি স্থাপনা

শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় আবারও পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ১৫০ মিটার এলাকায় ধস দেখা দিয়েছে। এতে নদীতে বিলীন হয়েছে ১০ টি বসতঘর এবং ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানসহ মোট ১৭ টি স্থাপনা। সোমবার বিকেল ৫ টায় হঠাৎ করে এ ভাঙনের ঘটনা ঘটে। ভাঙনের হাত থেকে বাঁচতে তীরবর্তী এলাকাবাসী ও ব্যবসায়ীরা অন্তত ১৫টি ঘর ও স্থাপনা সরিয়ে নিয়েছেন। হঠাৎ ধসে পড়া এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসান।

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও অন্তত দুবার এ বাঁধে ভাঙন দেখা দেয়। সেসব ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম চললেও তা শেষ হতেই না হতেই এবার আবারও প্রায় ১৫০ মিটার অংশ ধসে পড়ে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু প্রকল্পের আওতায় ২০১০-১১ অর্থবছরে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলম খাঁরকান্দি জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ ‘কনস্ট্রাকশন ইয়ার্ড’ বাঁধ নির্মাণ করা হয়েছিল। এই বাঁধ নির্মাণে ব্যয় হয়েছিল ১১০ কোটি টাকা।

এলাকাবাসীর দাবি, দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নিলে পুরো কনস্ট্রাকশন ইয়ার্ড ও আশপাশের এলাকা মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা নদী শাসন ও দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসান বলেন, পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ড সংলগ্ন মাঝিরহাট এলাকায় হঠাৎ ভাঙন শুরু হয়েছে। আমরা জরুরি ভিত্তিতে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

পড়ুন: ‘ক্রিস্টমাস বাউন্স ব্যাক’ উদযাপন, ১৭০০ শিক্ষার্থীর মুখে হাসি

দেখুন: ইরান যেভাবে বিশ্বের সবচেয়ে অপ্রতিরোধ্য দেশ হয়ে উঠেছে | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন