19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবো: ড. ইউনূস

আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তিনি।

ছাত্রজনতার আন্দোলনের মুখে স্বৈরশাসকের পতন। ক্ষমতা ছেড়ে, দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছরে তার শাসন আমলে অতিষ্ট হয়ে উঠেছিলো পুরো দেশের মানুষ।

এরই জের ধরে ছাত্র আনোদলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয় দেশের জনতা। এই আন্দোলনে প্রাণ যায় বহু শিক্ষার্থীসহ সাধারণ মানুষের।

দেশের এমন ভঙ্গুর অবস্থায় নতুন করে দেশ বিনির্মাণে ছাত্র জনতা আস্থা রাখেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর ওপর । গঠিত হয় অর্ন্তবর্তীকালীন সরকার। শুরু হয় দেশ সংস্কার। আসে নির্বাচনী রোডম্যাপ।

ছাত্রজনতার এই আন্দোলন সরকার পতনের জন্যই দ্য ইকোনোমিস্টের বর্ষসেরা দেশ  বিবেচিত হয় বাংলাদেশ। এরই প্রতিক্রিয়াই জানতে চাওয়া হয় নির্বাচনের পর অর কী কী করবেন? জবাবে ড. ইউনূস বলেন নিজের কাজে ফিরে যাবো।

তিনি বলেন, ‘তার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে। তাকে জোর করে এ কাজে আনা হয়ে। প্যারিস থেকে তাকে টেনে আনা হয়েছে দেশ গঠনের জন্য।’

এই দায়িত্ব শেষে নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হবেন বলেও জানান তিনি।

এসময় ড. ইউনূস বর্তমান ক্যাবিনেটের ৩ তরুণ সদস্যেরে ভূয়সী প্রশংসা করেন। সব কৃতিত্ব দেন বাংলাদেশের তরুণ প্রজন্মকে।

এনএ/

আরও পড়ুন: ‘সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর’

দেখুন: মালয়েশিয়ার সঙ্গে সম্পর্কে নতুন উচ্চতা চান ড. ইউনূস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন