27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বর্ষবরণেও পরিবর্তনের হাওয়া

সময়ের পরিবর্তনের বর্ষবরণের ধরনেও এসেছে ভিন্নতা। নতুন বছর মানেই নতুন উদ্যম, নতুন আশা। অতীতকে পেছনে ফেলে উচ্ছ্বাস আর আনন্দে ইংরেজি নতুন বছর বরণ করে নিয়েছে দেশের মানুষ।

রাত ঠিক বারোটা। চারদিকে আতসবাজির মুহুর্মুহু শব্দ আর উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই। নতুন বছর ২০২৫ কে এভাবেই স্বাগত জানায় শিশু থেকে বৃদ্ধ সবাই।

পুরনো বছরকে বিদায় জানাতে রাজধানীর অনেক স্থানে দেখা যায় ছোট ছোট জটলা। রাতভর কিশোর, কিশোরী, শিশু কিংবা বৃদ্ধ সব বয়সীদের আনন্দ ছিলো চোখে পড়ার মতো।

বর্ষবরণেও পরিবর্তনে হাওয়া:

তবে,নিরাপত্তা নিশ্চিতে  শহর জুড়ে মোতায়েন ছিলো অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে প্রকট শব্দ আর অতিরিক্ত আলো বিরক্তির কারণ হয়েছে ঘুমন্ত পাখিদের।

উচ্ছাসে কেটেছে রাত, উদিত হয়েছে নতুন বছরের নতুন সূর্য। কর্মব্যস্ত দিনে দুপুর গড়াতে প্রিয়জনদের নিয়ে বেরিয়েছেন অনেকেই। নববর্ষের নতুন ধুমধাম অবশ্য টানে না বর্ষীয়ানদের। এদিকে ফুলের দোকানগুলোতেও ভীড়, আর নতুন উদ্যমে কাটছে খ্রিস্টীয় বছরের প্রথম দিনটি।

উদযাপনে জৌলুস বেড়েছে ঠিকই কিন্তু হারাচ্ছে সহমর্মিতা। তবুও সবার চাওয়া, নতুন বছর হোক আনন্দে, আশা আর দায়িত্বে পরিপূর্ণ।

টিএ/

দেখুন: ‘পাঠ্যবইয়ে পরিবর্তন নেতিবাচক প্রভাব ফেলবে’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন