বাংলাদেশ রেলওয়ের ‘উপ-সহকারী প্রকৌশলী’ পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দুই শতাধিক চাকরিপ্রার্থী সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশনের সামনে অবস্থান নেন পরীক্ষায় অংশ নেয়া চাকরিপ্রত্যাশীরা।
চাকরিপ্রত্যাশীদের দাবি, ৫ জুলাই অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিল করে পুনরায় নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে। প্রায় ২ ঘণ্টা অবস্থান নেওয়ার পর পিএসসির চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও দেন বিক্ষোভকারীরা। এ সময় ১৫ দিনের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।
একই সঙ্গে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করার দাবি জানায় বিক্ষোভকারীরা।
মানববন্ধন শেষে চাকরিপ্রত্যাশীরা পিএসসির দক্ষিণ গেটের সামনে জড়ো হন। এ সময় তারা ‘প্রশ্ন ফাঁসের পরীক্ষা বাতিল চাই, বাতিল চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, দুর্নীতির ঠাঁই নাই’ স্লোগান দিতে থাকেন।