16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

চট্টগ্রামে পর্যটন শিল্প ও হসপিটালিটি সেক্টরে পুরস্কার প্রদান

বাংলাদেশের পর্যটন শিল্প এবং হসপিটালিটি সেক্টরে অবদানের জন্য, সফল ব্যক্তি ক্যাটাগরিতে প্রয়াস অ্যাওয়ার্ড, ২০২৪ প্রদান করা হয়েছে। পেয়েছেন চট্টগ্রামের আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দিন। 

গতকাল শনিবার (৭ ডিসেম্বর) মো. আক্কাস উদ্দিনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

নগরীর একটি রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার দেওয়া হয়। এর আয়োজন করে প্রয়াস নামের সামাজিক সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরা।

মঞ্চে অতিথিরা আনুষ্ঠানিকভাবে মো. আক্কাস উদ্দিনের হাতে এওয়ার্ড ও সম্মাননা তুলে দেন।

এওয়ার্ড গ্রহন করে আক্কাস উদ্দিন বলেন, ‘এই অর্জন আমার জন্য গৌরবের। বিগত ২০২২ সাল থেকে ২০২৪ পর্যন্ত পর পর তিন বছর ধরে আমি এই এওয়ার্ড প্রাপ্ত হচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘ প্রায় ২২ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই কাজের ধারাবাহিকতায় দেশের পর্যটন শিল্প বিকাশে আমার ভূমিকার জন্য আজকের এই অর্জন।’

এনএ/

আরও পড়ুন: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হোটেল সায়মনের নানা আয়োজন

দেখুন: চট্টগ্রামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন