25 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পলিথিন ব্যাগ বন্ধে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে কুমিল্লায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পাঁচ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রোববার (৩রা নভেম্বর) সকালে নগরীর রাজগঞ্জ কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের টাস্কফোর্স।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত অভিযানের নেতৃত্ব দেন।

আরও পড়ুন: নিষিদ্ধ পলিথিনের কারখানায় আজ থেকে অভিযান

এসময় জেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য সদস্য সচিব ও ভোক্তা অধিকার কুমিল্লার সহকারি পরিচালক মো. আছাদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টাস্ক ফোর্স কমিটির সদস্য সদস্য সচিব জানান, খুচরা বাজারে সাধারণ ভোক্তা পর্যায়ে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করার জন্য প্রচারণার পাশাপাশি জরিমানা করা হয়েছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে। পরিবেশ আইন ও বাজার মনিটরিং আইনে এসব জরিমানা করা হয়।

উল্লেখ্য, গত পহেলা নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধ করেছে পরিবেশ মন্ত্রণালয়। কেউ এই নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সরকার।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন