15 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

পাঁচ তারকা হোটেল নয়, খিলক্ষেতে পার্ক-খেলার মাঠ চায় এলাকাবাসী

পাঁচ তারকা হোটেলের লিজ বাতিল করে দ্রুতই পার্ক ও খেলার মাঠ চায় খিলক্ষেত ওয়েলফেয়ার সোসাইটি। সকালে রাজধানীর ৩শ ফিটে এলাকায় এই দাবিতে মানববন্ধন করে  খিলক্ষেত, নিকুঞ্জ ও কুড়িলের বিভিন্ন শ্রেনীর সাধারণ মানুষ।

রাজধানী ঢাকা, জনবহুল এক নগরীর নাম। চারদিকে শুধু ভবন আর ভবন। ক্রমবর্ধমান এই নগরায়নের ফলে রাজধানীতে কমেছে খেলার মাঠ ও পার্ক। তেমনি এক এলাকা রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ ও কুড়িল।

এলাকাটিতে বসবাস কয়েক লাখ লোকের। অথচ নেই কোনো ভালো খেলার মাঠ কিংবা পার্ক। আর তাই তো এবার ফাইভ স্টার হোটেলের জমি অধিগ্রহণ বাতিল করে পার্ক ও খেলার মাঠ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন নেমেছে খিলক্ষেত এলাকাবাসী।

সকালে খিলক্ষেত ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে মানববন্ধনে অংশ নেয় এলাকাটির বিভিন্ন শ্রেনী-পেশার সাধারণ মানুষ । তাদের অভিযোগ, বাংলাদেশ রেলওয়ের অসাদু কিছু কর্মকর্তারা মিলে ফাইভ স্টার হোটেলের জন্য বরাদ্দ দেয় জমিটি ।এই লিজ বাতিল করে অবিলম্বে মাঠ তৈরির দাবি এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেনী-পেশার সাধারণ মানুষের চাওয়া, অন্তবর্তীকালীন সরকার দ্রুতই তাদের দাবি মেনে নিবে।

এনএ/

আরও পড়ুন: হিজবুল্লাহর হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত

দেখুন: ‘খেলার মাঠ না থাকলে কি মোবাইলে ভিডিও গেম খেলবো?’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন