ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেনো ক্রিকেটের উৎসব। দুই দলের মহারণ নিয়ে ফ্যানদের আগ্রহটাও আকাশচুম্বী। সুপার সানডেতে ভারত-পাকিস্তানের সুপার লড়াই শুরু রাত সাড়ে আটটায়। এবার বিশ্বকাপে দুই দলই ছিল ফেভারিট দুটি দল। কিন্তু দুই দলের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে ভিন্নভাবে। একদিকে যেমন, নিউইয়র্কে প্রথম ম্যাচ জিতে বেশ চনমনে মাইটি ইন্ডিয়া। অন্যদিকে মার্কিনদের কাছে হেরে পাক শিবিরে বিশ্বকাপ যাত্রা থামার শঙ্কা।
কাল ভারত অধিনায়ক রোহিত শর্মা সংবাদ সম্মেলনে সতীর্থদের এক প্রকার সতর্ক করে দিলেন। তিনি বলেন, ‘পাকিস্তানের ছন্দে থাকা-না থাকা বিষয় নয়। দলটি সবসময়য়ই ভয়ংকর।’
তিনি আরও বলেন, ‘টি-২০ ক্রিকেটের ধরনটাই এমন, যেকোনো কিছু হতে পারে । গত টি-২০ বিশ্বকাপেও পাকিস্তান জিম্বাবুয়ের কাছে হেরেছে, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান ফাইনাল খেলেছিল। যদি প্রতিপক্ষ কোন ম্যাচ হেরে যায়, তার মানে এই না যে তারা আবার খারাপ খেলেবে। তবে আমরা অবশ্যই তাদের ভুলগুলো পর্যালোচনা করব।’
রোহিত নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী হয়ে বলেন, আমাদের পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করেছি। দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে, আমরা তাদের কাছ থেকে সেরাটা প্রত্যাশা করছি।