29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পাকিস্তানের বদলে দুবাই অথবা শ্রীলংকায় খেলতে চায় ভারত!

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। পাকিস্তানের বদলে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা শ্রীলঙ্কায় খেলতে যেতে চায় তারা। আইসিসির কাছে এমন অনুরোধ করতে চাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

সরকারের অনুমতি না থাকায় ২০০৮ সালের পর ভারত ক্রিকেট দল পাকিস্তানে সফর করেনি। গত বছর এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ার কারণে শেষ পর্যন্ত তাদের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কায়, যা ‘হাইব্রিড মডেল’ নামে পরিচিতি পায়।

এবারও চ্যাম্পিয়নস ট্রফিতেও একই ব্যবস্থায় খেলতে চায় ভারত। বার্তা সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। আমরা আইসিসিকে বলব, ম্যাচগুলো যেন দুবাই বা শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।’ এর আগে গত ৬ মে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেছিলেন, ভারত সরকারের সম্মতি পেলেই শুধু পাকিস্তানে যাবেন রোহিত–কোহলিরা, ভারত সরকার যা বলবে, আমরা সেটাই করব। সরকারের অনুমতি পেলে দল পাঠানো হবে।’

সরকারের অনুমোদন না থাকার কারণেই ২০১৩ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজে খেলেনি ভারত। দুই দল মুখোমুখি হয়েছে শুধু আইসিসি ও এসিসির টুর্নামেন্টে।

খসড়া সূচি অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ নির্ধারণ করেছে। এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এছাড়া, তিনটি ভেন্যু চূড়ান্ত করেছে করেছে পিসিবি। এই টুর্নামেন্টের ভেন্যু হিসেবে লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিকে চূড়ান্ত করা হয়েছে। এবং ভারতের সব ম্যাচ লাহোরে রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং সম্প্রতি পাকিস্তানের একটি টিভি চ্যানেলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। জানিয়েছেন ভারত আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, পাকিস্তানে তাদের খেলোয়াড়রা নিরাপদ নয়।

ভারতীয় সাবেক এই অফস্পিনার বলেছেন, ‘আমাদের খেলোয়াড়রা যদি পাকিস্তানে নিরাপদ না থাকে, আমরা দল পাঠাব না। যদি খেলতে চান, খেলুন, না বলে খেলবেন না। পাকিস্তান ছাড়া ভারতীয় ক্রিকেট এখনও টিকে থাকতে পারে। যদি পাকিস্তান ভারতীয় ক্রিকেট ছাড়া টিকে থাকতে পারে, তবে তাই করুন।’

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার আটটি দেশ অংশগ্রহণ করবে। ইতোমধ্যে পিসিবি টুর্নামেন্টের খসড়া সূচিও আইসিসির কাছে পাঠিয়েছে। তবে ভারতের চাওয়ামতো হাইব্রিড মডেলে খেলা হলে, নিশ্চিতভাবেই সেই সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন