১৪/০১/২০২৬, ৫:০৬ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৫:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘ভারত-পাকিস্তান যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ’

ভারতের হামলা পাকিস্তান ভারতকে বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রেহাই পাবে না বাংলাদেশের অর্থনীতিও। তাই বড় সংঘাত এড়াতে কূটনীতিক মধ্যস্ততায় জোর দেয়া উচিত বলে মনে করেন তারা।

বিজ্ঞাপন

গেলো এপ্রিলে ভারতশাসিত কাশ্মীরের পাহাড়ি পর্যটনকেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। ভারত এই ঘটনায় দায়ী করে আসছিলেন প্রতিবেশি পাকিস্তানকে। তার মোক্ষম জবাব দেয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন দেশটি।

এরই মধ্যে গতকাল মধ্যরাতের পর ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে এক অভিযান চালায় পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীর।

১৯৭১ সালের পর এটি পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সবচেয়ে বড় হামলা বলেও দাবী পাকিস্তান সেনাবাহিনীর। ভারতের পাঁচটি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে দাবী করে পাকিস্তান ভারতের হামলার পালটা জবাব দিতে প্রস্তুত বলেও জানায়।

এতে করে দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশ বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাড়িয়ে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

দুই দেশের জনগণকে যুদ্ধ থামাতে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন মধ্যস্ততার ভূমিকায় আসা উচিত শক্তিধর রাষ্ট্র সমূহের।

তবে দুই দেশের মুখোমুখি অবস্থানে শঙ্কা বাড়াচ্ছে বড় যুদ্ধের। এখন অপেক্ষার সময় পাকিস্তানের পালটা হামলা নাকি দুই দেশ সংযমের পরিচয় দিয়ে যুদ্ধ এড়াবে।

এনএ/

দেখুন: ভারতের দুশ্চিন্তা! পাকিস্তান খে’ল’ছে কোন খে’লা?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন