রাজবাড়ীর গোয়ালন্দে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর বাস্তবায়িত উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ মে) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা পাট কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন পাট অধিদপ্তরের উপপরিচালক (পরিদর্শক) মোহাম্মদ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন আফরোজ সূবর্ণা ও উপজেলা উপসহকারী প্রকৌশলী আনন্দ কুমার দাস।
উপজেলার বিভিন্ন অঞ্চলের ৭৫ জন কৃষক অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণে। বক্তারা পাটের বিভিন্ন রোগবালাই প্রতিরোধ, সঠিক যত্ন, পাটের বৃদ্ধি, সঠিক পদ্ধতিতে পাট পঁচানো, আশঁ ছাড়ানোর কৌশল এবং পাট শিল্পের উপকারিতা নিয়ে আলোচনা করেন।
এনএ/


