লালমনিরহাটের পাটগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে রইচ উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার বেলের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রইচ উদ্দিন পাটগ্রামের বেলের বাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে। স্থানীয়রা জানান, রইচ উদ্দিনের সঙ্গে সাহেব আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে জমির সীমানা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। এ সময় রইচ উদ্দিন মাটিতে পড়ে গেলে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন


