১৫/০১/২০২৬, ১৭:৩১ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৭:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাটগ্রাম থানায় হামলা-ছিনতাইয়ের ঘটনায় ছিনিয়ে নেওয়া বেলালসহ গ্রেপ্তার ৫

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর এবং সাজাপ্রাপ্ত আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছিনিয়ে নেওয়া আসামী বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) রাতে পাটগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,বেলাল হোসেন (২৮), জুলফিকার আলী (২৩), খায়রুল ইসলাম (৩৮), মিজানুর রহমান (৩৩) ও লাজু (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলাল হোসেনকে আটক করা হয়, যিনি ভ্রাম্যমাণ আদালতের এক মাসের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন এবং ঘটনার দিন থানায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়।

এই নিয়ে গত তিনদিনে পাটগ্রাম থানায় দায়েরকৃত হামলা ও আসামী ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হয়েছেন মোট ১২ জন। এর আগে ছিনিয়ে নেওয়া আরেক সাজাপ্রাপ্ত আসামী সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়।

এদিকে, হাতিবান্ধা থানা অবরোধ করে রাখা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় আরেকটি মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুন্নবী কাজলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দলীয় সিদ্ধান্তে কাজলকে বহিষ্কার করা হয়।
এ নিয়ে হাতিবান্ধা ও পাটগ্রামে দায়েরকৃত পৃথক দুটি মামলা মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হলো।

লালমনিরহাট ডিবির ওসি সাদ আহমেদ বলেন, রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। এখনো অভিযান চলছে, বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন: লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন