২৮/০১/২০২৬, ১৮:১৩ অপরাহ্ণ
28 C
Dhaka
২৮/০১/২০২৬, ১৮:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি

জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল আয়োজিত তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট পাবজি মোবাইল রাইজিং স্টারে অংশীদার হিসেবে যুক্ত ছিল মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। দেশের গেমিং জগতের সাথে সক্রিয়ভাবে যুক্ত হওয়া লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।

বিজ্ঞাপন

টুর্নামেন্টটি দেশব্যাপী অনলাইন ফরম্যাটে আয়োজন করা হয়েছে। এজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক রোডশোর মাধ্যমে গেমারদের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করেছে রবি। একাধিক বাছাই পর্ব শেষে ১৫ জানুয়ারি রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে দেশের সেরা ১৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে।

পাবজি মোবাইলের মতো প্রতিযোগিতামূলক মাল্টিপ্লেয়ার গেমে নেটওয়ার্ক পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। লো পিং, লো ল্যাটেন্সি এবং স্থিতিশীল নেটওয়ার্ক গেমপ্লের দ্রুততা এবং সামগ্রিক অভিজ্ঞতায় সরাসরি প্রভাব ফেলে। পারফরম্যান্সের এসব চাহিদা পূরণের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে রবি সুপারনেট, যা উচ্চ চাপের গেমিং সেশনের সময়ও নিশ্চিত করে উন্নতমানের ইন্টারনেট অভিজ্ঞতা।

পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টে অংশীদারিত্বের মাধ্যমে রবি এমন একটি ব্যবহারিক দিকের সাথে যুক্ত হয়েছে যেখানে ইন্টারনেটের গুণগত মান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদ্যোগটি রবির বৃহত্তর কৌশলেরই প্রতিফলন যাতে নির্দিষ্ট ব্যবহারিক ক্ষেত্রে তাদের নেটওয়ার্ক পারফরম্যান্স তুলে ধরা যায়।

এই উদ্যোগ সম্পর্কে রবি আজিয়াটা পিএলসির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন, “আমরা প্রতিনিয়ত এমন ইন্টারনেট সেবা প্রদানের চেষ্টা করছি যা ডিজিটাল জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ। গেমিং এমন একটি ব্যবহারিক ক্ষেত্র যেখানে কম পিং, কম ল্যাটেন্সি এবং নেটওয়ার্কের স্থিতিশীলতা পারফরম্যান্সের ওপর সরাসরি প্রভাব ফেলে।”

তিনি বলেন, “রবি সুপারনেট’র মাধ্যমে আমরা গেমারদের জন্য আরও মানসস্মত ও নির্ভরযোগ্য ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই, যাতে খেলায় তারা নিজের সেরাটা তুলে ধরতে পারেন। একই সাথে গেমারদের জন্য এই ইকোসিস্টেমটি আরও শক্তিশালী ও উন্নত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।”

রবির সুপারনেট একটি উচ্চ পারফরম্যান্সসম্পন্ন ইন্টারনেট নেটওয়ার্ক যা লো পিং, লো ল্যাটেন্সি ও স্থিতিশীল সংযোগের মাধ্যমে উচ্চ চাহিদাসম্পন্ন ডিজিটাল ব্যবহারিক ক্ষেত্রে সহায়ক।

পড়ুন: দ্রুত উত্তর জানাতে জেমিনি অ্যাপে যুক্ত হলো নতুন সুবিধা

দেখুন: সৌদি থেকে রেমিট্যান্স কমার কারণ কী? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন