১৫/০১/২০২৬, ৭:০৫ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৫/০১/২০২৬, ৭:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যাকাণ্ড: প্রধান আসামি গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে জমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর বিএনপি নেতা বিরু মোল্লা হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. জহুরুল মোল্লা (৫২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

‎নিহত বিরু মোল্লা উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

‎সোমবার (২২ ডিসেম্বর) ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার মূল হোতা জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের কামালপুর মোল্লাপাড়া এলাকায় জমির মাটি কাটা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে গুলি করে বিরু মোল্লা (৬৫) কে হত্যা করা হয়। নিহত ও অভিযুক্ত জহুরুল মোল্লা সম্পর্কে আপন চাচাতো ভাই।

‎প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‎এ ঘটনায় নিহতের ছেলে মো. রাজিব আহম্মেদ (৩১) বাদী হয়ে চারজনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‎ঘটনার পরপরই আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ (এটিসি), র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার, র‍্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মমিনুর রহমানের যৌথ নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

‎অভিযানের একপর্যায়ে সোমবার রঘুনাথপুর এলাকা থেকে মামলার মূল হোতা মো. জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।
‎গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

‎ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, র‍্যাবের পক্ষ থেকে প্রধান আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন- কিশোরগঞ্জে ওয়াক্ফ সম্পত্তি আত্মসাৎ ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

দেখুন- তারেক রহমান ভোটার হবেন কবে, জানালেন সালাহউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন