31.9 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

পাহাড়ি জেলা রাঙামাটিতে বর্ষবরণে নানান আনুষ্ঠানিকতা

পাহাড়ি জেলা রাঙামাটিতেও আনন্দ শোভাযাত্রাসহ নানান আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয়া হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২।

দিনটি উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা সকাল ৮টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পাহাড়ি-বাঙালি বিভিন্ন সম্প্রদায়, জাতিগোষ্ঠীর নানান বয়সী মানুষ উপস্থিত ছিলেন।


শোভাযাত্রা শেষে জেলাপ্রশাসক কার্যালয় প্রঙ্গণে লোকজ মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন। এসময় তাঁর সঙ্গে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি জেলাপ্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর মেলা প্রঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

পড়ুন : রাঙামাটিতে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন